Wednesday, April 23
Shadow

Tag: দাগি

৫ কারণ, কেন ‘দাগি’ দেখার পর নিশোকে আপন মনে হচ্ছে!

৫ কারণ, কেন ‘দাগি’ দেখার পর নিশোকে আপন মনে হচ্ছে!

বিনোদন
ঈদের ছুটিতে সিনেমা হলে গিয়ে যেসব দর্শক এখনো পপকর্ন শেষ করতে পারেননি, তাদের মুখে মুখে একটাই নাম—‘দাগি’! শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত এই সিনেমাটা ঠিক যেন ঝালমুড়ি– ঝাল, টক, মিষ্টি—সব আছে! এখন তো এমন অবস্থা যে, এক মাল্টিপ্লেক্স ‘দাগি’ দেখাতে গিয়ে নিজেই “দাগি” হয়ে গেছে—কতবার যে শো বাড়িয়েছে!তাহলে চলেন দেখি, কী কারণে সিনেমাপ্রেমীরা নিশোর দিকে তাকিয়ে বলছে, “ভাই, তুই একেবারে দাগ কেটে দিলি!” গল্পটা একেবারে দেশি ঘরানার, মানে ডাল-ভাতের মতো পরিচিত! এই সিনেমা দেখে মনে হবে, "আরে! এই কাহিনি তো পাশের পাড়ার রহিম ভাইয়ের!"উত্তরবঙ্গের এক মফস্বল শহর, এক খুন, ১৪ বছরের জেল আর তারপর ফিরে আসা—গল্প শুনেই বোঝা যায়, একেবারে দাওয়াতি ড্রামা চলছে!চরিত্রগুলোও যেন পাশের বাড়ির লোক—কে যে আসলেই অভিনয় করেছে আর কে যে সত্যিই দাগি, বোঝা দায়!আর প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, চোরাচালান—সব মিলিয়ে যেন দেশ...