
দক্ষিণ চীন সাগরের কার্বন সংরক্ষণ করছে যে তেল প্ল্যাটফর্ম
দক্ষিণ চীন সাগরের কেন্দ্রস্থলে শেনচৌ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আছে চীনের এনপিং ১৫-১ তেল উত্তোলন প্ল্যাটফর্ম। আকারের দিক থেকে এশিয়ার বৃহত্তম অফশোর তেল উত্তোলন কেন্দ্র। তবে এটি শুধু চীনের জ্বালানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, একই সঙ্গে এটি দেশটির প্রথম অফশোর কার্বন ক্যাপচার ও কার্বন সংরক্ষণ প্রকল্পেরও অংশ। তেল উত্তোলনের পাশাপাশি পরিবেশ রক্ষায় যা স্থাপন করেছে নতুন দৃষ্টান্ত।
এনপিং ১৫-১ প্ল্যাটফর্ম পার্ল রিভার মাউথ বেসিনে অবস্থিত, যা তেল ও গ্যাসের সমৃদ্ধ অঞ্চল। এটি ৮০ মিটার গভীর পানিতে কাজ করে এবং প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস ও উঁচু ঢেউ মোকাবিলা করতে পারে। প্ল্যাটফর্মটি প্রতিদিন ৩০ হাজার ব্যারেলেরও বেশি তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা রাখে।
এই প্ল্যাটফর্মে কাজ করছেন চীনের শত শত প্রকৌশলী ও প্রযুক্তিবিদ, যারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও কার্যকরভাবে খনন কার্...