
উহানে চেরি-বিলাস, রেস্তোরাঁয় ফুলেল স্বাদে মুগ্ধ অতিথি
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান বর্তমানে চেরি ব্লসমের মোহনীয়তায় সজ্জিত। পর্যটন এবং স্থানীয় ব্যবসায় নতুন উদ্দীপনা যোগাচ্ছে শহরটি। এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান ফুলের থিমে সেজেছে। নানা অফার দিয়ে ভোক্তাদের আকর্ষণ করছে। আর এতে করে বাড়ছে ভোক্তা ব্যয়। ঘুরছে উহানের অর্থনীতির চাকা।ডাউনটাউনের একটি রেস্তোরাঁয় চেরি ব্লসম চিজকেক স্যুফলে এবং বিশেষ সেট মেন্যু উপভোগ করতে ভিড় জমাচ্ছেন খাদ্যরসিকরা। একজন বলেন, ‘এখানে চেরি ব্লসমের আবহ এতটাই প্রবল যে, রেস্তোরাঁয় বসে এতটা মুগ্ধ আগে হইনি।’
রেস্তোরাঁর পরিচালক চৌ লংপেং জানান, ‘আমরা চেরি ব্লসম থিমে প্রচারণা চালিয়েছি। মার্চের শুরু থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’শুধু খাবারেই নয়, শহরজুড়ে পর্যটকদের জন্য চেরি ব্লসম থিমে নানা সৃজনশীল আয়োজন করা হয়েছে। উছাং জেলায় একটি শপিং এভিনিউতে ১০০টিরও বেশি পটেড চেরি গাছ স্থাপন করে একটি মনোমুগ্ধকর ...