Thursday, June 12
Shadow

Tag: চা শিল্প

চা শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছে স্টাইলিশ রোবট

চা শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছে স্টাইলিশ রোবট

বিদেশের খবর
দক্ষিণ- পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে এক সাংস্কৃতিক উৎসবে শতাব্দীর প্রাচীন চা শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছে রোবট। ছেংতুতে এক প্রদর্শনী বুথে, চা ফোটানো থেকে শুরু করে, তৈরি এবং    পরিবেশন–মনোমুগ্ধ পুরো প্রক্রিয়াই রোবট পরিচালনা করছে-নির্ভুলভাবে। এর চালচলন যান্ত্রিক হলেও, গ্রাহকরা বলছেন চায়ের স্বাদ পুরোপুরি ঠিক। এই রোবট তৈরিকারী সংস্থা কিন্সি রোবোটিক্সের গবেষণাও উন্নয়ন পরিচালক সিয়ংহাও বলেন,এই রোবটটি সম্রাট ছিয়ানলংয়ের যুগের রাজকীয় চা ঐতিহ্যের ১৭তম প্রজন্মের উত্তরাধিকারীর কাছ থেকে চা তৈরির কৌশল শিখেছে। ঢালার গতিতে সামান্য পার্থক্য থাকলেও, ধরণ মোটামুটি নির্ভুল। তিনি মনে করেন, চা ঢালার মতো হাতে তৈরি একটি শিল্পও উচ্চপ্রযুক্তিতে মোড় নিচ্ছে। তরুণরা ঐতিহ্যবাহী দক্ষতাকে স্মার্টপ্রযুক্তির সাথে মেলাতে পছন্দ করে। আর এইভাবনা দর্শককে কাছে টানবে। স্টার মুনভিশন ট...