
অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, পাহাড়তলীতে মাটির নিচে পুঁতে রাখা পিস্তল ও গুলি উদ্ধার
ইসমাইল ইমন চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা একটি মার্কিন নির্মিত ৯এমএম রিভলবার এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন খানসহ সঙ্গীয় ফোর্স ২৬ জুন রাতে সিডিএ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ৯টা ২০ মিনিটে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে নির্দেশ দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পুলিশ সদস্যরা তাকে আটক করে।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ মিনহাজ উদ্দিন ওরফে নূর নবী সাগর (২৩), পিতা- মোঃ জসিম উদ্দিন দুলাল, মাতা...