Wednesday, March 26
Shadow

Tag: কূপ

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

বিদেশের খবর
এশিয়ার গভীরতম খাড়া কূপ ‘শেনদিতাকে ১’-এর খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে ১০,৯১০ মিটার গভীর এ কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি। তাকলামাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূগাঠনিক গঠনের চ্যালেঞ্জ উতরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাড়া কূপ খননের মাধ্যমে গভীর তেল-গ্যাস অনুসন্ধান প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে গেল চীন। প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং, ওয়্যারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম ১০ হাজার মিটার খননের রেকর্ড গড়েছে। সংস্থা জানায়, ২০২৩ সালের ৩০ মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে ৫৮০ দিনেরও বেশি সময় লেগেছে। এর মধ্যে শেষ ৯১০ মিটার খননে লেগেছে ৩০০ দিন। কূপের সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে ১২টি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে ৫০ কোটি বছরের পুরনো শিলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে। গবেষকরা জান...