
শিরোপার কাছাকাছি লিভারপুল, লেস্টার সিটির অবনমন
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল লিভারপুল। ম্যাচের ৭৬ মিনিটের সময় আলেকজান্ডার আরনোল্ডের দেওয়া একমাত্র গোলে লেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে ০-১ পরাজিত করে। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সোনালের চেয়ে এই মুহূর্তে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল। পরবর্তী ম্যাচে লিভারপুল জিতলে অথবা আর্সেনাল তাদের ম্যাচে হারলে লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে যাবে। আজকের হারে লেস্টার সিটির অবনমন নিশ্চিত হয়ে গেল। সাউদাম্পটন এফসি পর দ্বিতীয় দল হিসেবে অবনমন হলো লেস্টার সিটির।এদিকে নিজেদের ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে তাদের দ্বিতীয় স্থান আরো সুসংহত হলো। ইপসুউইচ টাউনকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ইপসুউইচ টাউনের অবনমন অনেকটাই নিশ্চিত হয়ে গেল আজকের পরাজয়ের মাধ্যমে। দিনের অন্যান্য ম্...