আশা-নিরাশার গল্প
শাহজালাল সরকার:প্রায় চার বছর ধরে ঢাকা শহরের শ্যামপুর-পোস্তগোলা এলাকায় রিকশা চালায় আজগর হোসেন। রিকশাটা নিজের নয়, ভাড়া করা। দিনশেষে যা রোজগার করে, এর নির্দিষ্ট একটা অংশ দিয়ে দিতে হয় মালিককে। আজগর হোসেনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের ভবেরচরে। শ্যামপুর রেল লাইনের পূর্ব পাশে স্ত্রী ও ছোট দুটি মেয়ে নিয়ে মাসিক ৩০০০ টাকা ভাড়ায় একটি টিনশেড ঘরে বসবাস করে আজগর। আনুমানিক বছরদেড়েক যাবৎ পেটের সমস্যায় ভুগছেন আজগর। পেটজ্বালা, বুকজ্বালা ও পেটব্যথা সহ আরও আছে গলার নিচের অংশে ঘা ঘা ভাব। সঙ্গীদের সাথে সে বিষয়টা নিয়ে শেয়ার করে প্রতিনিয়ত। সাথীদের কেউ কেউ ওষুধ সেবন করতে বলেন। আমাদের দেশে তো রোগীর চেয়ে চিকিৎসকের সংখ্যা বেশি! শরীরের একটা অসুবিধার কথা প্রকাশ করা মাত্রই অনেকে অনেক রকম ওষুধ খাওয়ার পরামর্শ দিতে দেরি করে না। আবার এ কথাও অনেকে বলেন, "ডাক্তারদের কাছে গিয়া কাম নাই। এক বোঝাই পরীক্ষা...