
শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা; তালা দিয়ে ক্লাস পরীক্ষা বর্জন
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অতঃপর আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিচার চেয়েছে।
রবিবার (১৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের উদ্যোগে ছাত্রকল্যাণের পরিচালক কে এ এম রিফাত হাসান ও সহকারি প্রক্টর মোঃ শফিকুল ইসলাম এবং জুলাইয়ে আহত তিনজন শিক্ষার্থী মোঃ ফারুক, ফেরদৌস শেখ এবং মো: ফয়সাল মুরাদের উপর ঘটে যাওয়া বর্বরোচিত হামলার প্রতিবাদে আন্দোলন আনুষ্ঠিত হয়। এছাড়াও আন্দোলনরত ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দুপুর ১২ টা নাগাদ ভিসি ভবন ঘেরাও করে সর্বসম্মতিক্রম...