
কেন্দুয়ায় কোরবানীর জন্য প্রস্তুত ১১৮০০ পশু
আশরাফ গোলাপ, কেন্দুয়া নেত্রকোনা : পবিত্র ঈদুল আজহা যতই এগিয়ে আসছে ততই ব্যস্ততা বেড়েছে নেত্রকোনার কেন্দুয়ার কোরবানীর পশুর খামারগুলোতে। তারা এখন পশুর পরিচর্যার পাশাপাশি গরু ছাগল ও কোরবানী উপযুক্ত পশু হাট-বাজারে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন।
কেন্দুয়া উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কোরবানীর পশুর চাহিদা রয়েছে ১১হাজার ২০টি পশুর। এর মধ্যে সুস্থ্যসবল কোরবানী উপযুক্ত পশু রয়েছে ১১হাজার ৮শ ৮৪টি। চাহিদার চেয়ে ৮শ ৬৪টি পশু উদ্বৃত্ত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কার্যালয়।
কার্যালয়ের অফিস সহকারি কামরুজ্জামান জানান, কেন্দুয়া উপজেলায় নিবন্ধিত গরুর খামার রয়েছে ১২টি। এতে ষাঁড় গরুর সংখ্যা ৯২২৮ টি,বলদ ২ টি,গাভী ১২৪ টি,ছাগল ২২৪৫ টি,ভেড়া ২৮৫টি কোরবানী যোগ্য রয়েছে। নিবন্ধিত এসব খামার ছাড়াও উপজেলাটিতে আরও শতাধি...