Wednesday, May 21
Shadow

বাগেরহাট

ষাট গম্বুজ মসজিদের নগরী, ঐতিহাসিক খানজাহান আলীর স্মৃতিবিজড়িত বাগেরহাট বাংলাদেশের এক গৌরবময় জেলা। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য, সুন্দরবনের সান্নিধ্য, মসজিদ, মাজার, মন্দির, ও নদীমাতৃক জীবনধারার মিশেলে বাগেরহাট এক সাংস্কৃতিক রত্নভাণ্ডার। কৃষি, মৎস্য ও পর্যটনসহ নানা খাতে সম্ভাবনায় ভরপুর এই জেলার প্রতিদিনের খবর, স্থানীয় সমস্যা-সমাধান, উন্নয়ন ও মানুষের গল্প এই বিভাগে নিয়মিতভাবে তুলে ধরা হয়।

বাগেরহাটের ফকিরহাটে পুকুর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে পুকুর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অপরাধ, বাংলাদেশ, বাগেরহাট
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি পুকুর পাড় থেকে সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় একটি রাস্তার পাশের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম নওয়াপাড়া এলাকার পঞ্চানন দাসের ছেলে। তিনি কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার পূর্বের নাম ছিল শিশির দাস। পুলিশ জানান, সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে পথচারীরা উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদ...