
চাঁদের দূর প্রান্তে পানির উপস্থিতি কম: চীনা গবেষণা
চীনের ছাং’এ-৬ মহাকাশ অভিযানে সংগৃহীত চাঁদের পাথরের নমুনা বিশ্লেষণে দেখা গেছে, চাঁদের অপর প্রান্তের ভূ-অভ্যন্তরের ম্যান্টল স্তরে পানির পরিমাণ দৃশ্যমান পাশের তুলনায় কম। নেচার জার্নালে বুধবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়, চাঁদের এই লুকানো অংশে প্রতি গ্রাম পাথরে পানির পরিমাণ ২ মাইক্রোগ্রামেরও কম, যা এখন পর্যন্ত সর্বনিম্ন রেকর্ড।
গবেষক হু সেন বলেন, ছাং’এ-৬ এ সংগৃহীত বাসল্টিক মান্টলের পানির পরিমাণ প্রতি গ্রামে ২ মাইক্রোগ্রামের নিচে যেখানে দৃশ্যমান পাশে এটি প্রায় ৭.৫ মাইক্রোগ্রাম। আগে সংগৃহীত চাঁদের সামনে দিকের নমুনায় এ পরিমাণ ছিল ২০০ মাইক্রোগ্রাম পর্যন্ত।
চাঁদের দক্ষিণ মেরু-আইটকেন বেসিনে অবতরণ করে ছাং’এ-৬ মিশন প্রায় ১,৯৩৫ গ্রাম নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ৫ গ্রাম নিয়ে এই গবেষণা চালানো হয়।
ভবিষ্যতের ছাং’এ-৭ মিশন চাঁদের উপরিভাগে পানির উপস্থিতি নিয়ে গবেষণায় মনোযোগ দেবে চীন।
ব...