Saturday, August 2
Shadow

ক্লাস শুরুর একমাস হলেও আইডি কার্ড পায়নি জবির নবীন শিক্ষার্থীরা

রোকুনুজ্জামান, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর এক মাস পার হলেও এখনও আইডি কার্ড দেওয়া হয়নি। এতে করে শিক্ষার্থীরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তাদের মধ্যে এ বিষয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।

গত ২২ জুন (রবিবার) প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও এখন পর্যন্ত কোনো ধরনের আইডি কার্ড পায়নি শিক্ষার্থীরা। আইডি কার্ড না পাওয়ায় বাসে অর্ধেক ভাড়া প্রদান, লাইব্রেরিতে বই সংগ্রহ ও পড়া, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এমনকি ক্যাম্পাসের বাইরে টিউশনি বা অন্যান্য প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় প্রদান সংক্রান্ত সমস্যায় পড়ছেন নবীন শিক্ষার্থীরা। ফলে এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ২০তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোকছেদুল ইসলাম সিরাজ বলেন,“আমরা প্রায় এক মাস ধরে ক্লাস করছি। অথচ এখনও আমাদের কোনো আইডি নম্বর বা কার্ড দেওয়া হয়নি। এতে করে আমি নিজেই লাইব্রেরিতে বই পড়তে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। পাশাপাশি গত মাসে একটা টিউশনির অফার পেয়েছিলাম কিন্তু আইডি কার্ড না থাকায় তারা শেষ পর্যন্ত আমাকে নেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন গাফিলতির জন্য আমরা যেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তার দ্রুত একটি সমাধান হওয়া উচিত।”

এ সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০২৫-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনায়েত উল্লাহ এলিট বলেন, “আইডি কার্ড একজন শিক্ষার্থীর প্রাথমিক ছাত্রত্ব নিশ্চিতের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে। তাই সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে এটি ব্যাপক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্লাস শুরু হওয়ার এক মাস হলেও বিশ্ববিদ্যালয় আমাদের একটি কার্ড প্রদান করতে ব্যর্থ হয়েছে এটা সত্যিই দুঃখজনক একটি বিষয়। মিরপুর থেকে বিভিন্ন কাজে আমাকে ভার্সিটির বাসের শিডিউলের বাইরেও বাসে যাতায়াত করতে হয়। কিন্তু আইডি কার্ড না থাকায় অর্ধেক ভাড়া দিতে পারছি না। এছাড়াও নিরাপত্তার জন্যেও আইডি কার্ড অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দাবি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আমাদের আইডি কার্ড প্রদান করুন।”

শিক্ষার্থীদের ভোগান্তি ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো উপস্থাপন করে এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের কাছে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন বলেন, “আসলে এখনও কিছু শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম বাকী রয়েছে। আমাদের পরিকল্পনা ছিলো সকল শিক্ষার্থীদের একসাথে কার্ড প্রদান করবো। তবে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আগামী এক সন্তাহের মধ্যেই আইডি কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করবো।”

FacebookMastodonEmailShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *