
ক্লাস শুরুর একমাস হলেও আইডি কার্ড পায়নি জবির নবীন শিক্ষার্থীরা
রোকুনুজ্জামান, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর এক মাস পার হলেও এখনও আইডি কার্ড দেওয়া হয়নি। এতে করে শিক্ষার্থীরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তাদের মধ্যে এ বিষয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।
গত ২২ জুন (রবিবার) প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও এখন পর্যন্ত কোনো ধরনের আইডি কার্ড পায়নি শিক্ষার্থীরা। আইডি কার্ড না পাওয়ায় বাসে অর্ধেক ভাড়া প্রদান, লাইব্রেরিতে বই সংগ্রহ ও পড়া, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এমনকি ক্যাম্পাসের বাইরে টিউশনি বা অন্যান্য প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় প্রদান সংক্রান্ত সমস্যায় পড়ছেন নবীন শিক্ষার্থীরা। ফলে এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ২০তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগ...