Saturday, August 2
Shadow

“বৈষম্যহীন জাতি গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে”: রইছ উদ্দিন

রোকুনুজ্জামান, জবি : জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ‘জুলাই বিপ্লব’২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রইছ উদ্দিন বলেন, “অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। তাই ভবিষ্যতে যেন কেউ আর ফ্যাসিবাদী রূপ ধারণ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আমাদের মাতৃভূমিতে সর্বপ্রকার বৈষম্য নিরসনের জন্যই জুলাই বিপ্লব হয়েছিল। তাই বৈষম্যহীন জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বাংলা বিভাগের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শামীম আরা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন বলেন, “জুলাই বিপ্লবের শহিদ ও জুলাই যোদ্ধাদের আদর্শ ধারণ করতে হবে। তাদের আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না। আমরা সবাই মিলে ফ্যাসিবাদকে হটিয়েছি, তেমনি দল-মত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

আলোচনায় বাংলা বিভাগের অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী এবং প্রাক্তন শিক্ষার্থী শামসুল আরেফিন অংশ নেন। তারা জুলাই বিপ্লবের তাৎপর্য, বৈষম্যহীন সমাজ গঠনের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন।

প্রবন্ধ প্রতিযোগিতায় বাংলা বিভাগের শিক্ষার্থী তাসনিয়া খান সেতু প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

FacebookMastodonEmailShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *