
“বৈষম্যহীন জাতি গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে”: রইছ উদ্দিন
রোকুনুজ্জামান, জবি : জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন।
বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ‘জুলাই বিপ্লব’২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রইছ উদ্দিন বলেন, “অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। তাই ভবিষ্যতে যেন কেউ আর ফ্যাসিবাদী রূপ ধারণ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আমাদের মাতৃভূমিতে সর্বপ্রকার বৈষম্য নিরসনের জন্যই জুলাই বিপ্লব হয়েছিল। তাই বৈষম্যহীন জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বাংলা বিভাগের সাংস্কৃতি...