
জবি প্রতিনিধি হিসেবে “আজকের কাগজ” পত্রিকা পরিবারের নতুন সদস্যের প্রতি অভিনন্দন বার্তা
আইডি কার্ড হস্তান্তরের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিনিধি হিসেবে মোঃ রোকুনুজ্জামান গোলাম রাব্বীকে “আজকের কাগজ” পত্রিকা পরিবারের আনুষ্ঠানিক সদস্য ঘোষনা করা হচ্ছে। আশা করি আমাদের পরিবারের সাথে যুক্ত থেকে সততা ও নিষ্ঠাকে পুঁজি করে নির্ভিক ভাবে কাজ করে যাবেন। “আজকের কাগজ” পত্রিকা পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি রইলো রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।