Sunday, July 27
Shadow

গৌরীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি: পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় গৌরীপুরে।

রবিবার ২৭ জুলাই বেলা ১১টায় উপজেলা পাবলিক হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা গবেষণা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছায়াদুল হক, লামাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, ড. এম আর করিম প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, গৌরীপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক বিপুল সোহাগ এবং গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন।

পুরস্কারপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন:নাদিরা আক্তার, কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসা, সুরাইয়া ইসলাম শান্তা, নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়,মজিদ আলমগীর, গৌরীপুর সরকারি কলেজ। সর্ব মোট ২০ জন শিক্ষার্থী এই পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের এই সাফল্যকে ভবিষ্যতের শিক্ষাক্ষেত্রে আরও অনুপ্রেরণা হিসেবে দেখার আহ্বান জানান। তারা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের আরও ভালো করার প্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *