Sunday, July 27
Shadow

অতিক্রান্ত পথে দেখা

আহমেদ বিশাল

অনেক দূরে ইচ্ছা আমার

অনেক কাছে স্বপ্ন ভীষণ 

দূরের পথে ঝাপ দিয়েছি

কাছের পথে পেরিয়ে সে ক্ষন।

পথের মাঝে তোমার আভাস

শিউলি হাতে দাঁড়িয়ে তুমি

তোমায় দেখে আমার এমন

নিজেকে বলে একটু থামি।

থামবো বলে তোমার কাছে

পিছনে ফিরে আবারও তাকাই

তাকিয়ে তোমার চোখের দিকে

স্তব্ধ হয়ে নিজেকে হারাই।

হারানো মানে তোমার তরে

প্রেমের মোড়ে নিজেকে পাওয়া

তোমার কাছে মেঘ এনেছি 

তাই,মেঘের কাছে তোমাকে চাওয়া।

দাঁড়িয়ে তুমি তাকিয়ে ভীষণ 

সরল মনে আমার পানে

তোমায় দেখে আমার এ মন

রাঙিয়ে ওঠে কোনো রঙিন গানে।

একক সুরে গান লিখেছি 

দেখবে তুমি আমার সে গান?

দেখার পরে উঠবে ভরে 

আমার জন্য তোমার ঐ প্রাণ?

মাতাল হাওয়া তোমার মতোই 

আমায় করে ওলট-পালট 

অতিক্রান্ত স্বপ্ন পথে

ধরবে আমার সাথে সে-জোট?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *