
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : জুলাই শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় যুবশক্তি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ উপজেলা শাখার উদ্যোগে এবং জুলাই বিপ্লবের ছাত্র জনতার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, উপজেলা এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমিন (তারিক)। প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্নয়কারী হাফেজ মাও. মাহমুদুল হাসান ফয়জুল্লাহ)। উপজেলা যুগ্ম সমন্বয়কারী মিসবাহ আহমেদ এর পরিচালনায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির সদস্য সৈয়দ আবু ওয়াহিদ অলি, জেলা নাগরিক পার্টির সদস্য সমন্বয়কারী মামুন হোসেন, জামায়াতের পৌর আমীর চিকিৎসক জি এম আসাদুল হক, জেলা নারী শক্তির সংগঠক ফারজানা জামান, উপজেলা ছাত্র শিবিরের তামিম রায়হান ও আল মামুন, জুলাই শহীদ রাকিবুল ইসলামের মাতা নাজমা বেগম এবং শহীদ নবী নুরের জামাতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, জুলাই এর শহীদেরা আমাদের অনুপ্রেরণা। তারা আমাদের বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখিয়েছেন। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।