
সজীম শাইন
তিপ্পান্ন বছরে প্রসারিত বাংলার সীমা
চোখ যায় যদ্দুর–
তারুণ্যের রক্তেরদাগ ছুঁয়েছে মাটি,
ছুঁয়েছে সমুদ্দুর।
মহাবিশ্ব বিস্ময়ে দেখেছে নতুন প্রজন্মের বীরত্বপূর্ণ সাহসী মুখ,
অধিকার আদায়ে গুলিবিদ্ধ হয়েছে আজ নব্য রাজাকারের বুক।
একাত্তর, বায়ান্নর ভাষা আন্দোলন,
সব হয়েছে ম্লান,
স্বাধীনতার ভেতরেই পরাধীনতার গ্লানি, ঝরেছে তাজাপ্রান।
ছাত্র জনতা জেগেছে,শহীদ হয়েছে
আত্মত্যাগী বীর সৈনিক,
যুবক-যুবতী, প্রেমিক-প্রেমিকা নির্ভয়ে সংগ্রাম করেছে দৈনিক।
বৈষম্যবিরোধী মেধাবী ভাইবোন মিলে
ভুলে গেছে রাতদিন,
রাজাকারের রক্তে আগুন লেগেই তো
দেশটা হয়েছে স্বাধীন।
দুর্গাপুর, নেত্রকোণা।