Sunday, July 27
Shadow

নগদ অর্থ পাবেন মালয়েশিয়ানরা ঘোষণা আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) আনোয়ার ইব্রাহিমের এই ঘোষণা মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।

নিত্যপণ্যের দাম কমাতে না পারা এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী শনিবার (২৭ জুলাই) রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। দেশটির পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অন্তত ১০ থেকে ১৫ হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

আনোয়ার ইব্রাহিমের সরকার দেশের রাজস্ব আয় ও উৎপাদন বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে—

  • শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ
  • বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিল বাড়ানো
  • বিক্রয় ও সেবা কর বৃদ্ধি

প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, এসব পদক্ষেপ মূলত বিত্তবান ও বড় ব্যবসায়ীদের কাছ থেকে বেশি কর আদায়ের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্তের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, ১৮ বছর বা তার বেশি বয়সী প্রতিটি নাগরিককে ১০০ রিঙ্গিত করে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
এই সহায়তা ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে বলে জানানো হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে মোট ১৫ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করে এ অর্থ সহায়তা দেওয়া হবে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানির মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় জনসাধারণের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার জনসাধারণকে স্বস্তি দিতে নগদ সহায়তার সিদ্ধান্ত নিলেও, বিরোধীদের বিক্ষোভ ও সরকারের বিরুদ্ধে চাপ ক্রমেই বাড়ছে। কুয়ালালামপুরের রাজপথ এখন উত্তপ্ত হওয়ার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *