Tuesday, July 22
Shadow

৬০ বছর চীনা বয়সী কৃষক নিজেই তৈরি করলেন সাবমেরিন

৬০ বছর বয়সী এক চীনা কৃষক, চাং শেংউ, নিজেই একটি সাবমেরিন তৈরি করেছেন। আনহুই প্রদেশের মানশান শহরের এই কৃষক তার হাতে তৈরি ৫ মেট্রিক টনের এই সাবমেরিনের নাম দিয়েছেন “বিগ ব্ল্যাক ফিশ”। সিসিটিভি নিউজ জানিয়েছে, এই সাবমেরিনটি ৮ মিটার পর্যন্ত পানির নিচে ডুব দিতে সক্ষম।

চাং শেংউ আনহুই প্রদেশের মানশান শহরের চাংতু গ্রামের একজন বাসিন্দা। ছোটবেলা থেকেই তাঁর মন ছিল আবিষ্কারের প্রতি নিবেদিত। নতুন কিছু তৈরি করার নেশা তাঁকে সব সময় তাড়িয়ে বেড়িয়েছে। বছরের পর বছর ধরে চাং বিভিন্ন ধরনের কাজ করেছেন; তিনি ছুতার, ঢালাইকারী এবং জাহাজ শিল্পের একজন কর্মী হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন।

বিশ বছরেরও বেশি সময় আগে চাং তার নিজ শহরে ফিরে আসেন। সেখানে তিনি বালি বিক্রি করার জন্য একটি ঘাট তৈরি করেন। এই ঘাটে দিনের পর দিন পণ্যবাহী জাহাজের আসা-যাওয়া দেখতে দেখতেই হয়তো তাঁর মনে সাবমেরিন তৈরির স্বপ্ন দানা বাঁধতে শুরু করে।

২০১৪ সালে চাং একটি টিভি অনুষ্ঠানে একজনকে সাবমেরিন তৈরি করতে দেখেন। এটি তাকে নিজে একটি সাবমেরিন তৈরি করতে অনুপ্রাণিত করে। খরচ এবং ঝুঁকি নিয়ে পরিবারের উদ্বেগ সত্ত্বেও চাং নিজের সাবমেরিন তৈরির ব্যাপারে জোর দেন।

নৌকা এবং হস্তশিল্পের ব্যবহারিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, চাং উপকরণ হিসেবে প্রায় ৫,০০০ ইউয়ান (প্রায় ৭০০ মার্কিন ডলার) খরচ করেন। তার প্রথম সাবমেরিনটি তৈরি করতে ছয় মাস সময় লেগেছিল, যা ৬ মিটার লম্বা, ১.২ মিটার উঁচু এবং এর ওজন ২ টন। যদিও তার প্রথম সাবমেরিনটি ডুব দেওয়ার সময় কিছু লিকেজের সমস্যা ছিল

জীবনের দীর্ঘ অভিজ্ঞতা এবং উদ্ভাবনী মানসিকতার সমন্বয়েই তিনি শেষ পর্যন্ত এই অসাধ্য সাধন করেছেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *