Tuesday, July 22
Shadow

Tag: ৬০ বছর বয়সী কৃষক

৬০ বছর চীনা বয়সী কৃষক নিজেই তৈরি করলেন সাবমেরিন

৬০ বছর চীনা বয়সী কৃষক নিজেই তৈরি করলেন সাবমেরিন

বিদেশের খবর
৬০ বছর বয়সী এক চীনা কৃষক, চাং শেংউ, নিজেই একটি সাবমেরিন তৈরি করেছেন। আনহুই প্রদেশের মানশান শহরের এই কৃষক তার হাতে তৈরি ৫ মেট্রিক টনের এই সাবমেরিনের নাম দিয়েছেন "বিগ ব্ল্যাক ফিশ"। সিসিটিভি নিউজ জানিয়েছে, এই সাবমেরিনটি ৮ মিটার পর্যন্ত পানির নিচে ডুব দিতে সক্ষম। চাং শেংউ আনহুই প্রদেশের মানশান শহরের চাংতু গ্রামের একজন বাসিন্দা। ছোটবেলা থেকেই তাঁর মন ছিল আবিষ্কারের প্রতি নিবেদিত। নতুন কিছু তৈরি করার নেশা তাঁকে সব সময় তাড়িয়ে বেড়িয়েছে। বছরের পর বছর ধরে চাং বিভিন্ন ধরনের কাজ করেছেন; তিনি ছুতার, ঢালাইকারী এবং জাহাজ শিল্পের একজন কর্মী হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ বছরেরও বেশি সময় আগে চাং তার নিজ শহরে ফিরে আসেন। সেখানে তিনি বালি বিক্রি করার জন্য একটি ঘাট তৈরি করেন। এই ঘাটে দিনের পর দিন পণ্যবাহী জাহাজের আসা-যাওয়া দেখতে দেখতেই হয়তো তাঁর মনে সাবমেরিন তৈরির স্বপ্ন দানা বাঁধতে...