Monday, July 21
Shadow

অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী চীন: চীনা প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করতে চীন আগ্রহী বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত ১০ম চীন-অস্ট্রেলিয়া বার্ষিক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

লি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে, উন্নয়ন চ্যালেঞ্জের মুখে পড়া সব দেশের জন্য বৃহৎ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন-অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা ও বিনিময় জোরদার করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চীনের প্রধানমন্ত্রী আরও বলেন, চীন ও অস্ট্রেলিয়ার অর্থনীতি একে অপরের পরিপূরক। জ্বালানি ও খনিজ সম্পদ, কৃষিপণ্য, সবুজ উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মতো খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, অস্ট্রেলিয়া চীনা কোম্পানিগুলোর জন্য ন্যায্য, উন্মুক্ত ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি সংস্কৃতি, শিক্ষা, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতা এবং জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধিতে দৃঢ় সমর্থন প্রদান করবে তার দেশ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, বর্তমানে অস্ট্রেলিয়া-চীন সম্পর্ক ইতিবাচক গতিতে এগোচ্ছে এবং অস্ট্রেলিয়া এ সম্পর্ককে স্থিতিশীল ও গঠনমূলক রাখতে অঙ্গীকারবদ্ধ। অস্ট্রেলিয়া এক-চীন নীতিকে সমর্থন করে এবং ‘তাইওয়ান স্বাধীনতা’-র বিরোধিতা করে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *