
রোকুনুজ্জামান, জবি : গত বৃহস্পতিবার দুইজন শিক্ষক ও তিনজন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের তিনজনকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ভবনে তালা দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভারপ্রায় রেজিস্টার ড. মোঃ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ” গত ১০ জুলাই ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নীচতলায় সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিম্নোক্ত শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনায় তাৎক্ষণিকভাবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান (সেশন: ২০১২-১৩) এবং দর্শন বিজগের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম (সেশন: ২০১২-১৩)-কে ক্যাম্পাসে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দোয়া হয়েছে; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ (সেশন: ২০২০-২১), সমাজকর্ম যিভাগের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন (সেশন: ২০১৮-১৯), বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমান (সেশন: ২০২৩-২৪)-কে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নোঃ আলিদুল হাকিম (সেশন: ২০২০-২১) কে সতর্ক করা হরেছে ও তার নামে ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।”