Monday, July 21
Shadow

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপিত

“Empowering young people to create the families they want in a fair and hopeful world.” যার বাংলা ভাবান্তর করা হয়েছে –
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”।
অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্ববহ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা বিভাগ, নোয়াখালীর আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ জুলাই, ২০২৫ তারিখে জেলা প্রশাসনের কার্যালয়, নোয়াখালী এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ইফতেখার আহমেদ চৌধুরী, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নোয়াখালী এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন নোয়াখালী ডাঃ মরিয়ম সিমি এবং অতিরিক্ত পুলিশ সুপার, নোয়াখালী।
জনাব মাহমুদুল হাছান, সহকারী পরিচালক এর স্বাগত বক্তব্য প্রদান এবং বিশ্ব জনসংখ্যা দিবসের থিম সং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
জেলা পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর জনাব মিজানুর রহমান কর্তৃক প্রতিপাদ্য বিষয়ের আলোকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, ডা. নুরুল আলম লিটন, FPAB, ডা. সাদিয়া শারমিন হৃদ্দি, ফিল্ড অফিসার, UNFPA এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।


প্রধান অতিথিসহ বক্তাগন পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উন্নত রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পরিবার পরিকল্পনা বিভাগ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্বজনসংখ্যা দিবস/২০২৫ এ শ্রেষ্ঠ নির্বাচিত সরকারি ও বেসরকারি ১০ ক্যাটাগরির মাঠকর্মী, এনজিও, উপজেলা, ইউনিয়ন, সেবা প্রতিষ্ঠান এবং বিশেষ অবদান রাখার জন্য পিএইচডিকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।


উল্লেখ্য, এ বছর নোয়াখালী জেলার গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এবং মা ও শিশু কল্যান কেন্দ্র নোয়াখালী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. আসমা তুন নুর বেনজীর, MO (MCH-FP), সদর, নোয়াখালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *