Monday, July 21
Shadow

আমির খানের জীবনের নতুন প্রেম গৌরী স্প্র্যাট: বিয়ের ভাবনাও চলছে

চলতি বছর নিজের ৬০তম জন্মদিনে বলিউড অভিনেতা আমির খান প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। আমির খানের প্রোডাকশন হাউজের সঙ্গে যুক্ত গৌরীর মুম্বাইয়ে নিজস্ব একটি বিউটি সেলুন রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান গৌরী স্প্র্যাটের সঙ্গে নিজের সম্পর্ক এবং ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা নিয়ে খোলাখুলি জানিয়েছেন।

সম্প্রতি গৌরী স্প্র্যাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই আমির খান এবং গৌরীকে একসঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে। তারা একজন আরেক জনের হাতে হাত ধরে হাজির হন সিতারে জমিন পার সিনেমার প্রিমিয়ারে। আমির খান সরাসরি জানিয়েছেন তাঁদের মধ্যকার সম্পর্ক কতটা গভীর এবং বিয়ের সম্ভাবনা আছে কি না। ‘Screen’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন— “গৌরী আর আমি একে অপরকে খুব গুরুত্ব সহকারে দেখি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্পর্কের জায়গায় আমরা একত্রে আছি।
বিয়ে বিষয়টি নিয়ে বলতে গেলে, আমার মনে হয়—আমি মনে মনে ইতোমধ্যেই গৌরীকে বিয়ে করে ফেলেছি।
আমরা আনুষ্ঠানিকভাবে সেটি করবো কি না, তা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক করবো।”

গৌরির সাথে প্রথম সাক্ষাৎ কেমন ছিল জানতে চাইলে আমির বলেন— “গৌরী ও আমার দেখা হয়েছিল একেবারে কাকতালীয়ভাবে। আমাদের মধ্যে একধরনের সংযোগ তৈরি হয়, বন্ধুত্ব গড়ে ওঠে এবং একসময় সেটা প্রেমে রূপ নেয়। আমি তো ভেবেছিলাম, আমার মা, সন্তান, ভাইবোন—আমার জীবনে এত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যে আলাদাভাবে কোনো সঙ্গীর প্রয়োজন নেই। কিন্তু গৌরীর সঙ্গে সম্পর্কটা একেবারে অন্যরকম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *