
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সঙ্গে জামালপুর জেলা দলিল লেখক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই (শনিবার) অহরাহ্নে দলিল লেখক সমিতির মহসচিব এম এ রশিদ সাহেবের ব্যক্তিগত কাযালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিঃ যুগ্ন মহাসচিব কে এস হোসেন টমাস, আলহাজ্ব নুরুল হক, এম এ তাহের, জাকির হোসেন সিন্ধ, মোঃ ফিরোজ আলম।
এ সময় দলিল লেখক সমিতির মহাসচিব এম এ রশিদ বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এন.বি.আর) উৎসকর (ধারা-১২৫) এ, সাফ-কবলা দলিলের ক্ষেত্রে ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশণ, সদর পৌরসভা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে উৎসকর শতাংশ প্রতি সর্বোচ্চ ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা, সর্বনিম্ন ৫০০/- (পাঁচশত) টাকা অথবা মূল্যের উপর সর্বোচ্চ ৫%, সর্বনিম্ন ২% আদায়ের যে প্রজ্ঞাপন জারী করেছেন এটাতে রজস্ব আদায়ের চেয়ে ঘাটতি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। নতুন আয়কর আইনে সর্বোচ্চ ১০% মানুষ সুবিধা পেলেও ৯০% মানুষ দলিল রেজিষ্ট্রেশন এর ক্ষেত্রে ব্যাপক অসুবিধায় পড়বেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কোন কোন ক্ষেত্রে জমির ক্রয় মূল্য থেকে কয়েকগুন বেশি হয়ে যাবে দলিল রেজিষ্ট্রেশন খরচ, ফলে জনসাধারণ জমি ক্রয়ের আগ্রহ হারাবে, দলিল রেজিষ্ট্রেশন কম হবে, সরকারের রাজস্ব আদায় কমে যাবে, অর্থ বছর শেষে বাজেটে ঘাটতি দেখা দিবে। বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ জনদূর্ভোগ লাগবের জন্য অতি শীঘ্রই আয়কর আইন পরিবর্তন করে, জনগনের এ্যবিলিটির কথা চিন্তা করে, দলিল রেজিষ্ট্রেশন এর ক্ষেত্রে উৎসকর কমিয়ে জনসাধারণের এ্যবিলিটির মধ্যে নিয়ে আসা এখন সময়ের দাবী।
এ সময় তিনি শতাংশ প্রতি ট্রাক্স হার প্রত্যাহার করে দলিল লেখকদের মুক্তির ০৭ দফা দাবী দাওয়া মানতে সরকারের প্রতি আহব্বান জানান। দাবী আদায়ের জন্য বিভাগ, জেলা, উপজেলা কমিটি গুলোর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করেন।
জেলা ও উপজেলা পর্যায়ে দলিল লেখকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তা উপস্থিত জেলা ও উপজেলার নেতৃবৃন্দের কাছে মতামত নেন এবং সংশ্লিষ্ঠ দপ্তরে আলোচনার মধ্যমে সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আরজু আকন্দ, জেলা দলিল লেখক সমিতির সদস্য ফজলুল হক, ওবায়দুর রহমান, আলী আকবর, ফারুক হোসেন তালুকদার, হানিফ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন হিলারী, মওদুদ আহম্মেদ মধু, সোহাগ মিয়া, জাহাঙ্গীর আলম জাহান, মোহন আকন্দ, তরু, জহিরুল ইসলামসহ অনেকেই।