Monday, June 30
Shadow

বাউফলে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে উপজেলা ছাত্রদল

মোঃ জসীম উদ্দিন বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।‌

আজ রবিবার (২৯ জুন ২০২৫) সকালে উপজেলার বগা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।

সাবেক ছাত্রনেতা ও জুলাই আন্দোলনে গ্রেফতার হওয়া সদ্য সাবেক বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুনঈমুল ইসলাম মিরাজের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

সহায়তা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, মাস্ক, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

তীব্র গরম ও দুশ্চিন্তার ভেতর পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের জন্যও রাখা হয় খাবার পানি ও প্রাথমিক সেবাসামগ্রী।

এ সময় বাউফল উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন এবং কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রদল জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *