
মোসতাক আহমেদ শামিম কাঠালিয়া (ঝালকাঠি): ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরের দলীয় পদ স্থগিত করেছে ঝালকাঠি জেলা কমিটি।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন জানান- আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয় আমরা জানতে পারি সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরের দলীয় পদ স্থগিত করেছে ঝালকাঠি জেলা কমিটি। ২৩ তারিখ বুধবার জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদত হোসেন এর স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে। একইসাথে দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।
কারন হিসেবে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গ, চাঁদাবাজী, দলীয় নেতাকর্মীকে মিথ্যা মালায় আসামী করা ও আওয়ামী লীগ আমলে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করা এবং দলীয় নেতা কর্মীদের নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশগ্রহনে চাপ প্রয়োগ করার অপরাধে তার দলীয় পদ স্থগিত করা হয়। উল্লেখ্য যে, আক্তার হোসেন নিজাম মীরবহরকে জেলা কমিটি গত ০৫
পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর স্বাক্ষরিত এক চিঠিতে সাধারন সম্পাদক নিজাম মীরবহরের অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার জন্য জেলা কমিটিকে অনুরোধ করেন। জেলা কমিটি দীর্ঘ সময় তদন্ত স্বাপেক্ষে আখতার হোসেন নিজাম মীরবহরের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় এ স্থগিত আদেশ দেন।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদত হোসেন জানান- আখতার হোসেন নিজাম মীরবহরের কারন দর্শানোর জবাব সন্তোষজন হয়নি। সকল অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে। ফলে বিএনপি’র সাংগঠনিক নিয়মানুযায়ী তার বিরুদ্ধে এ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।