
স্নাতকদের কর্মসংস্থান নিয়ে সম্প্রতি আরও সচেষ্ট হয়েছে চীন। সুযোগ স্থিতিশীল ও প্রসারিত করতে চালু করা হয়েছে একাধিক পদক্ষেপ।মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে শিক্ষা মন্ত্রণালয় এককালীন নিয়োগ ভর্তুকি এখন কেবল ব্যবসার ক্ষেত্রে নয়, সামাজিক সংস্থাকেও অন্তর্ভুক্ত করেছে।কর ছাড়, নিয়োগ ভর্তুকি, কর্মসংস্থান সম্প্রসারণ অনুদান ও নিশ্চয়তাযুক্ত ঋণ প্রদানের মাধ্যমে ছোট ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন স্নাতকদের নিয়োগে উৎসাহিত করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় উদীয়মান শিল্প ও ফ্রন্টলাইন খাতে নিয়োগের পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতেও নিয়োগ বাড়ানো হচ্ছে।
২০২৫ সালের স্নাতকদের জন্য পশ্চিম ও গ্রামীণ অঞ্চলে নিয়োগ প্রসারিত করা হয়েছে। যার ফলে শানসি প্রদেশে ২৬ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ইনার মঙ্গোলিয়া অঞ্চলে ৫ হাজার কমিউনিটি ভলান্টিয়ার নেওয়া হচ্ছে।হ্যনান প্রদেশে গ্রামীণ পুনরুজ্জীবন প্রকল্পে ৫ হাজার গ্রাম পর্যায়ের সমন্বয়ক নিয়োগ দেওয়া হচ্ছে।সিছুয়ান প্রদেশে ন্যায়বিচার, সমাজসেবা ও কৃষি খাতে খোলা হয়েছে ৪০ হাজার পদ। চিয়াংসি প্রদেশে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে কর্মরত ৫ হাজার স্নাতককে মাসিক ভর্তুকি দিচ্ছে সরকার।
প্রায় ৩০০টি বিশ্ববিদ্যালয়ের ১ লাখ শিক্ষার্থীকে চাকরি দিতে যৌথভাবে কাজ করছে চীনের শিক্ষা ও শ্রম বিভাগ। আবার অসহায় ও প্রতিবন্ধী স্নাতকদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রমও চলমান আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের মাধ্যমে একজন মেন্টর একজন শিক্ষার্থীকে সহায়তা করছে। জুন ২৭ পর্যন্ত এই সহায়তা পেয়েছে ১০ হাজার স্নাতক।
অর্থ মন্ত্রণালয়ের সহায়তায়, প্রশিক্ষণ ও চাকরি সংযোগ প্রকল্প সম্প্রসারিত হচ্ছে। এখন পর্যন্ত—১ লাখ শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, ১,১২৪টি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১১ লাখেরও বেশি পদ অফার করা হয়েছে।শানসিতে ৫টি প্রাদেশিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও ৬,৪০০ প্রশিক্ষণ সুযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে গ্র্যাজুয়েশন মৌসুমে স্থানীয় কর্তৃপক্ষকে চাকরি না পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলেছে চীন সরকার।
সূত্র: সিএমজি বাংলা