পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা: পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মহোৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শ্রীমৎ অমূল্য কৃষ্ণ গোস্বামী’র প্রতিষ্ঠীত প্রতিষ্ঠান পৌরসভার বাতিখালী রায় ভবন (হিয়া কুঠির) উৎসবাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শ্রীমৎ ধ্রুব রঞ্জন মন্ডল গোস্বামী (ছোট সাধু) নেতৃত্বে এবং শংকর প্রসাদ রায়ের সার্বিক সহযোগিতায় পৌরসদরের প্রধান প্রধান সড়ক সহ বাতিখালী ষোলআনা বাজার ব্যবসায়ী সমিতি মন্দির হয়ে বাতিখালী হরিতলা মন্দির এবং উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি হয়ে মাসী’র বাড়ি সরল দাসপাড়া পূজা মন্দির অবস্থান করেন। বিকাল সাড়ে ৪টায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)’র আয়োজনে এবং উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি’র সহযোগীতায় পৌরসভার বাতিখালী শ্রীশ্রী জগন্নাথ নামহট্ট মন্দির থেকে অনুপম কৃষ্ণ প্রেমাদাস (শান্তি)’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বাজার ব্যবসায়ী পূজা মন্দির, হরিতলা পূজা মন্দির সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসির বাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি প্রাঙ্গণে অবস্থান করেছে। এসময় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, অনাথবন্ধু সরদার সহ শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুরূপ, বিকাল ৫টায় পৌরসভার বাতিখালী হরিতলা পূজা মন্দির থেকে মন্দির কমিটির সভাপতি গৌতম কুমার মন্ডল এবং সেক্রেটারি প্রমথ রঞ্জন সানা’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ষোলআনা বাজার মন্দির মাসী’র বাড়িতে অবস্থান করে। এছাড়া উপজেলার কাটিপাড়া, বাঁকা, কপিলমুনি, লতা,য দেলুটি সহ বিভিন্ন অঞ্চলে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্যদিয়ে এই মহোৎসব শেষ হবে। রথযাত্রার শুভ সূচনায় সকাল থেকে পৌরসভা সহ আশেপাশের হাজার হাজার ভক্তের আগমনে রথযাত্রার উৎসবাঙ্গন মুখরিত হয়ে ওঠে। মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।