Tuesday, July 1
Shadow

সেমিকন্ডাক্টর সৌরকোষ উপাদান তৈরিতে যুগান্তকারী সাফল্য চীনের

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ছাংছুন ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড কেমিস্ট্রির গবেষকরা সম্প্রতি একটি নতুন ধরনের সেমিকন্ডাক্টার ঘরানার বস্তুকণা আবিষ্কার করেছেন, যা নিজেই নিজেকে গুছিয়ে নিতে পারে। এর আরেক নাম সেল্ফ-অ্যাসেম্বল্ড মলিকিউলার মেটেরিয়াল। নতুন এ উদ্ভাবন পেরোভস্কাইট সৌরকোষের কিছু জটিল সমস্যাকে সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছে।

এই প্রযুক্তির কার্যকারিতা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউএবল এনার্জি ল্যাবরেটরির স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালের ২৭ জুন সায়েন্স জার্নালে প্রকাশিত হয় এর বিস্তারিত।

পেরোভস্কাইট সৌরকোষ কম খরচ, উচ্চ দক্ষতা এবং সহজ প্রস্তুত প্রক্রিয়ার জন্য বিশ্বব্যাপী ব্যাপক নজর কেড়েছে। বড় আকারের সৌর স্থাপনা থেকে শুরু করে যানবাহন ও ভবনে সৌর প্রযুক্তির একীকরণে ব্যবহৃত হয়।

দীর্ঘদিন ধরেই হোল-ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহৃত প্রচলিত অর্গানিক সেল্ফ-অ্যাসেম্বলড মলিকিউলের সীমিত কর্মক্ষমতা এবং বড় আকারের উৎপাদনে জটিলতা এক ধরনের বাধা তৈরি করছিল।

এই চ্যালেঞ্জ কাটাতে ছিন ছুয়ানচিয়াং, ওয়াং লি শিয়াং এবং অন্যান্য গবেষকরা তিন বছর গবেষণা করে একটি ‘ডাবল- র‌্যাডিক্যঅল সেল্ফ-অ্যাসেম্বল্ড’ কণা তৈরি করেন এবং সেটিকে পেরোভস্কাইট সৌরযন্ত্রে স্থাপন করেন।

গবেষক চৌউ মিনের দলের পরীক্ষায় দেখা যায়, নতুন উপাদানটি প্রচলিত উপাদানের তুলনায় অন্য পরিবাহী মাধ্যমের চেয়ে দ্বিগুণেরও বেশি কার্যকর। পাশাপাশি সিমুলেশনে দেখা গেছে এটি দিয়ে তৈরি ডিভাইস কয়েক হাজার ঘণ্টা টানা চললেও কার্যক্ষমতার ক্ষতি হয় না।

গবেষক ছিন জানান, তাদের পরবর্তী লক্ষ্য হলো এই নতুন উপাদানটির শিল্প পর্যায়ে প্রয়োগ করা।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *