Tuesday, May 6
Shadow

চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান

আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও প্রখ্যাত ডিফেন্ডার লুইস গালভান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন গালভান। কোর্দোবা শহরের রেইনা ফাবিওলা ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এএফএ এক বিবৃতিতে জানায়, “এই দুঃখজনক সময়ে এএফএ-এর সবাই গালভানের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুইস গালভান। পুরো টুর্নামেন্টে তিনি অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্টার-ব্যাকে জমজমাট জুটি গড়ে দলের রক্ষণভাগকে দৃঢ়তা দিয়েছিলেন।

এরপর ১৯৮২ সালের স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে রক্ষণভাগ সামলান এই অভিজ্ঞ ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে মোট ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি এবং ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

ক্লাব পর্যায়েও গালভানের অবদান ছিল অসামান্য। শৈশবের ক্লাব তাজেরেস দে কোর্দোবার হয়ে খেলেছেন দীর্ঘ ১৭ মৌসুম। প্রথম দফায় ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত এবং পরে ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দুই দফায় ক্লাবটির হয়ে মোট ৫০৩টি ম্যাচে অংশ নিয়ে গড়েছেন এক অসাধারণ রেকর্ড।

লুইস গালভান শুধু একজন সফল ফুটবলারই ছিলেন না, ছিলেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম শ্রদ্ধেয় একজন নাম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ক্রীড়াঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *