Thursday, March 27
Shadow

Tag: travel

শীতকালীন পর্যটকে মুখর মোহ্য

শীতকালীন পর্যটকে মুখর মোহ্য

বিদেশের খবর
শীতকালীন পর্যটনকে স্বাগত জানাতে চেষ্টার কমতি নেই চীন সরকারের। আর এর অর্থনৈতিক সুফল এখন পাওয়া যাচ্ছে চীনের সবখানেই। ব্যতিক্রম নয় চীনের উত্তর-পূর্ব হেইলংচিয়াং প্রদেশের সবচেয়ে উত্তরের শহর মোহ্য। এখানে এখন শীত মৌসুমে পর্যটকদের ব্যাপক ভিড় দেখা যায়। বরফ ও তুষারে ঢাকা মোহের গ্রামগুলোর অর্থনীতি এখন পর্যটকদের আনাগোনায় বেশ জমজমাট। বেইচি গ্রামের বাসিন্দা শি রুইচুয়ান বলেন, ‘আমরা পর্যটকদের জন্য চা বিরতি এলাকা, পাঠাগার ও স্থানীয় সাংস্কৃতিক পণ্য কেনাকাটার সুবিধাসহ বিভিন্ন পাবলিক স্পেস স্থাপন করেছি। এখন আমাদের অনেকে ব্যবসা পরিচালনা করছে। উন্নয়ন নীতিগুলোও ভালো হচ্ছে।’ চীনা সরকার শীতকালীন পর্যটনকে সমর্থনকারী নীতি বাস্তবায়ন করেছে, যা স্থানীয় স্কিইং, স্কেটিং, বরফ ফটোগ্রাফি ও শিক্ষামূলক ভ্রমণে জড়িত ব্যবসায়ীদের বৈচিত্র্যময় সেবা প্রদানে উৎসাহ যোগাচ্ছে। চীন সরকার সম্প্রতি ৩০ হাজার বিশে...