
প্রয়াণ দিবসে মহাকবির পূণ্য স্মৃতিতে
বৃষ্টি মাথায় দৌড়ে একপুরাতন ভবনের পোস্ট অফিসে যখন আশ্রয় নিলাম ওখানে তখন একজন কর্মচারী কাজ করছেন। সবেমাত্র এসেছি এ এলাকায়। তবে ভিতরে গিয়ে চেয়ারটা দেখেই কেন যেন মনে হল এটি গুনী মানুষের স্পর্শে গুনান্বিত একটি ঐতিহাসিক স্মৃতি স্মারক । আগলা পোস্ট অফিস ঢাকা জেলার নবাবগঞ্জে। এখানেই তো জন্মে ছিলেন মহাকবি কায়কোবাদ । মোহাম্মদ কাজেম আল-কোরশী ছিল আসল নাম। বাংলা সাহিত্য জগতে ধ্রুব উজ্জ্বলতা ছড়ানো নক্ষত্র মহাকবি কায়কোবাদ।তিনি তো কর্মজীবন কাটিয়েছন এ চেয়ারে বসে। এই পোস্ট অফিসে । ছুয়ে দেখি মহাকবি-র পূণ্য বিজারিত স্মৃতি চিহ্ন । সুদীর্ঘ কাল নবাবগঞ্জ কর্মজীবনে আমার পরম সৌভাগ্য হয়েছে কবির জন্ম ভিটায় সুনিমর্ল বাতাসে প্রাণ জুড়িয়ে নেওয়ার...