
শাহবাজ শরিফের ঘোষণা: “নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি”
ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এই মতামত প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, "ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।" তিনি আরও যোগ করেন, "ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।"
শাহবাজ শরিফ আরও জানান, পাকিস্তানের পাল্টা অভিযান ‘বুনইয়ানুম মারসুস’ এর মাধ্যমে সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল। এই অভিযানে গুরুত্বপূর্ণ সামরিক স্...