
অস্ত্র ফেরত চান আত্মগোপনে থাকা বিতর্কিত ব্যক্তি, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা
অস্ত্র ফেরত চাচ্ছেন আত্মগোপনে থাকা বিতর্কিত আওয়ামী লীগ নেতারা# প্রশাসন বলছে বিতর্কিতদের সুযোগ কম# শঙ্কায় নাগরিক নেতারা# জমা ৫২২, ফেরতের আবেদন ৩৭০
এম এন আলী শিপলু, খুলনাস্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে অস্ত্র জমা দেয়ার পর সবার সাথে ফেরত পেতে চাচ্ছেন বিভিন্ন মামলার আসামি এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বিতর্কিত নেতারাও। অন্য সবার মতো অস্ত্র ফেরত পেতে যথারীতি তারাও আবেদন করেছেন।আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেওয়া সব অস্ত্রের লাইসেন্স ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছর ২৫ আগস্ট স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ৩ সেপ্টেম্বরের মধ্যে স্থগিত লাইসেন্সভুক্ত অস্ত্র ও গুলি নিকটস্থ থানায় অথবা জেলা ট্রেজারি ও আর্মস ডিলারের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র থেকে জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে অস্ত্র ফেরতের জন্য আবেদন জমা দেয়া শুরু হয়। ...