Tuesday, July 1
Shadow

পাইকগাছার নতুন বাজারে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

  পাইকগাছাঃ পাইকগাছার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের ভাই ভাই স্টোর মুদি দোকানের টিনের চাল ও সিলিং কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের যে কোনো সময় বাজারের ভাই ভাই স্টোরে চুরির এ ঘটনা ঘটে। দোকানের ক্যাশবক্স থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা সহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদার। জানা গেছে, নতুন বাজারের সব থেকে বড় মুদির দোকার ভাই ভাই স্টোর। মালিক স্বপন দেবনাথ ও তপন দেবনাথ দুই ভাই সহদর দোকান পরিচালনা করেন। ইতি পূর্বে বাজারের প্রতিষ্ঠিত এ দোকানে একই ভাবে দুইবার টিনের চালা ও সিলিং কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ফলে একই ঘটনা বার বার ঘটছে। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দোকানের সামনের চাল জুড়ে বড় একটি সাইন বোর্ড দেওয়া ছিলো। সংঘবদ্ধ চোরেরাে এ সাইন বোর্ডের আড়ালে বসে চাল কেটে দোকানে ঢুকেছে। দোকান মালিক স্বপন দেবনাথ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। শনিবার সকালে দোকান খুলে ডেস্কের উপর প্রচুর জল পড়তে দেখি। উপরে তাকিয়ে দেখি চাল খোলা ও ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা ভিতরে কোন টাকা নেই। এঘটনায় দোকান মালিক তপন দেবনাথ পাইকগাছা থানায় অভিযোগ করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, এলাকায় চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাহারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *