পাইকগাছার নতুন বাজারে মুদি দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছাঃ পাইকগাছার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের ভাই ভাই স্টোর মুদি দোকানের টিনের চাল ও সিলিং কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের যে কোনো সময় বাজারের ভাই ভাই স্টোরে চুরির এ ঘটনা ঘটে। দোকানের ক্যাশবক্স থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা সহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদার। জানা গেছে, নতুন বাজারের সব থেকে বড় মুদির দোকার ভাই ভাই স্টোর। মালিক স্বপন দেবনাথ ও তপন দেবনাথ দুই ভাই সহদর দোকান পরিচালনা করেন। ইতি পূর্বে বাজারের প্রতিষ্ঠিত এ দোকানে একই ভাবে দুইবার টিনের চালা ও সিলিং কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ফলে একই ঘটনা বার বার ঘটছে। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দোকানের সামনের চাল জুড়ে বড় একটি সাইন বোর্ড দেওয়া ছিলো। সংঘবদ্ধ চোরেরাে এ সাইন বোর্ডের আড়ালে বসে চাল কেটে দোকানে ঢুকেছে। দোকান মালিক স্বপ...