
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা পৌরসভার উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষ্যে পৌর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌরসভার মৎস্য আড়ৎ, পোনা মার্কেট, কাঁকড়া মার্কেট, স্বর্ণ পট্টি, চাউল বাজার, মাছ বাজার, কাঁচা বাজার মার্কেট সহ প্রধান সড়কগুলোতে দাওয়াতী পক্ষ ও গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াত মনোনীত আগামী নির্বাচনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান এবং থানার নবাগত অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ সহ ব্যবসায়ী এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেন। এসময় জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, পৌর নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মোহাম্মদ শফিয়ার রহমান, মোর্তোজা আলমগীর রুল মোঃ সোহেল আহমেদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন, আব্দুল গনি, এস কে ফজলু রহমান, সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাঙখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। বিদায় সকলকে দল মত নির্বিশেষে, স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্য এখন থেকে নির্বাচনের মাঠে একযোগে সব কাজ করতে হবে। ফ্যাসিবাদী সরকারের সকল অপকর্ম বিচারের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হবে। সাথে সাথে এই অঞ্চল কে আধুনিক এবং মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।