
একজন মার্টিনেজ ইন্টারের মার্টিনেজ
লাউতারো মার্টিনেজকে বর্তমান বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড স্ট্রাইকার বললেও ভুল হবে না, দলের জন্য সব সময় অবদান রেখে চলা একজন সৈনিক, কিন্তু মিডিয়ার নজর সেভাবে কখনোই কাড়তে পারেনি লাউতারো।
যার কারণে দিনের পর দিন পারফরম্যান্স করেও থেকে গেছেন আড়ালে, গত মৌসুমে ইন্টারকে নিয়ে ইতালিয়ান কাপ এবং সিরিএ চ্যাম্পিয়ন হয়েছিলেন, আবার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় করেছিলেন, হয়েছিলেন কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা।
কিন্তু তারপরও ব্যালন ডি'অর এর শিষ্য পাঁচে তার জায়গা হয়নি, ইন্টার মিলনের খেলোয়াড় না হয়ে যদি ইংলিশ লীগ অথবা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হতেন তাহলে নিশ্চয়ই তিনি ব্যালন ডি'অরের শিষ্য পাঁচে থাকতেন।
দলের প্রয়োজনে সব সময় লাউতারো মাটিনেজ একজন ভরসার নাম, কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার সাথে যখন আর্জেন্টিনা কোন ভাবেই গোল করতে পারছিল না, ঠিক তখন ম্যাচের ১১৭ মিনিটের সময় ...