Saturday, April 19
Shadow

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বায়ার্ন মিউনিখের বিদায় ইন্টার মিলান সেমিফাইনালে

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেলো ইনজাগির ইন্টার মিলান, প্রথম লেগে বায়ার্ন এর মাঠ থেকে ইন্টার মিলান ২-১ গোলে জয় নিয়ে ফিরেছিল, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, আগামী ২৯শে এপ্রিল বার্সেলোনার ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে, ফিরতি লেগে ৬ই মে ইন্টার মিলানের মাঠ সানসিরোতে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।

আজ ইন্টার মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন মিউনিখ, অন্যদিকে শুরু থেকেই কাউন্টার এটাক নির্ভর ফুটবল খেলে ইন্টার মিলান, প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের সময় প্রথম গোল করে মিউনিকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।

গোল খেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মিলান, যার ফলশ্রুতিতে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ম্যাচের ৫৮ মিনিটের সময় গোল করে খেলায় ১-১ সমতা নিয়ে আসে, উল্লেখ্য প্রথম লেগেও গোল করেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার, চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান তার গোল সংখ্যা ৯ ম্যাচে ৮ টি।

ম্যাচের ৬১ মিনিটের সময় ফ্রান্সের মিডফিল্ডার পাভার্ড গোল করে মিলানকে ২-১ গোলের লিড এনে দে।
ম্যাচের ৭৬ মিনিটের সময় ইংলিশ ডিফেন্ডার ডিয়ার গোল করে ম্যাচে সমতা নিয়ে আসেলেও সেটা বায়ার্ন মিউনিখের জন্য যথেষ্ট ছিল না, দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামী নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ইন্টার মিলান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *