ফেনী সমিতি ইউকে এর ঈদ পূর্নমিলনী ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান
যুক্তরাজ্য বসবাসরত ফেণীবাসীর প্রাণপ্রিয় সংগঠন ফেনী সমিতি ইউকে ঈদ পূর্নমিলনী ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান সমিতির আহ্বায়ক জনাব ওয়ালি উল্ল্যাহ বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দীন ভুঁইয়া রাসেল ও কায়কোবাদ ভুঁইয়ার সঞ্চালনায় বৃহস্পতিবার ১৭/০৪/২০২৫ লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠান সমিতির সম্মানিত ট্রাষ্টিবৃন্দ ও ইউকে অবস্থানরত বিভিন্ন গুনি ব্যক্তিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মইন কোয়াদরি,মেয়র, বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল কবির আহমেদ কাউন্সিলর,টাওয়ার হেমলেট, জনাব ফয়েজ আহমেদ,কাউন্সিলর, রেডব্রিজ, ব্যারিস্টার মোহাম্মদ গাফফার প্রেসিডেন্ট, দ্যা সোসাইটি অব বৃটিশ বাংলাদেশি সলিসিটরস, ড. মুনওয়ার হোসেন, সভাপতি, লক্ষীপুর সমিতি, আবদুর রব,সভাপতি,নোয়াখালি সমিতি, ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম সা...