Wednesday, March 12

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের আত্মপ্রকাশ

বিশেষ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫

গত সোমবার (২০ জানুয়ারি ২০২৫) ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক হৃদয়গ্রাহী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ফোরামের আত্মপ্রকাশের মধ্য দিয়ে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

মিলাদ ও দোয়া মাহফিল

লন্ডনের একটি স্থানীয় হলে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মনির আহমেদ। সাধারণ সম্পাদক মো. ফেরদৌস বিন জামান তাসমীর এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পরাগের দক্ষ সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু। প্রধান বক্তা ছিলেন ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী এবং যুক্তরাজ্য বিএনপির সহ-প্রচার সম্পাদক মইনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক রাজ, যুক্তরাজ্য কৃষক দলের সেক্রেটারি শাহ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিরাজ, ইস্ট লন্ডন বিএনপির সহ-সভাপতি আলী আকবর খোকন, এবং যুক্তরাজ্য আইন বিষয়ক সম্পাদক সাহেদুর রহমান।

মাহফিলে দেশনেত্রীর আশু সুস্থতার জন্য দোয়া প্রার্থনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বায়জিদ।

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের আত্মপ্রকাশ

২০ জানুয়ারি ২০২৫ তারিখে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এই নতুন কমিটি ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেছেন।

নতুন কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: মনির আহমেদ
সাধারণ সম্পাদক: মো. ফেরদৌস বিন জামান তাসমীর
সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মাদ আইয়ুব
সহ-সভাপতি: হাবিব মজুমদার রাফি, নাজিম উদ্দিন রুবেল
যুগ্ম সাধারণ সম্পাদক: মোতাহের হোসেন ফরহাদ
প্রচার সম্পাদক: জাহিদুল হক রিয়াদ
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: কামরুল হাসান তুহিন
সাংগঠনিক সম্পাদক: মাহফুজুর রহমান পরাগ
সহ-সাংগঠনিক সম্পাদক: নজরুল ইসলাম দাউদ

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ফোরামের সভাপতি মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. ফেরদৌস বিন জামান তাসমীর নতুন কমিটির প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক নতুন দিগন্তের সূচনা

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের আত্মপ্রকাশ এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত এই মাহফিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর আবেগ ও ঐক্যের বার্তা দিয়েছে। নেতৃবৃন্দের নেতৃত্বে এই ফোরাম প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একাত্মতা প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংহত করবে বলে সকলের প্রত্যাশা।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নেতৃবৃন্দ ফোরামের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য: দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। এই মাহফিলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।

ভাষণ দিচ্ছেন জনাব টিপু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *