
টানা বৃষ্টিতে উপকূলীয় পাইকগাছার জনজীবন বিপর্যস্ত
পাইকগাছাঃ বৃষ্টিস্নাতের মধ্য দিয়ে শুরু হলো আষাঢ়ের আগমন। একটানা ৫ম দিন। মাঝেমধ্যে একটু বিরতিতে বৃষ্টিতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি বৃষ্টির কারণে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষ গুলো পড়েছে বিপাকে। বিশেষ করে পৌর সদরে। প্রধান সড়কে ড্রেন না থাকা, বিকল্প পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় পুকুর, খানাখন্দ, খেলার মাঠ পানিতে ভরে গেছে। অনেকের বাড়ির উঠোন, বাগান, ফসলের ক্ষেত, কোথাও বদ্ধ মৎস্য ঘের এর বাঁধ ছাপিয়ে গেছে। সরজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, কলেজ, সহ অফিস আদালতে পানি জমেছে। অপরদিকে ইউনিয়ন গুলোতেও বৃষ্টিতে রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। রবিবার রাত থেকে আষাঢ়ের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বেলা বাড...