Tuesday, April 1
Shadow

চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ালো বৈশ্বিক ব্যাংকগুলো

বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো ২০২৫ সালের জন্য চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। চলতি বছরের শুরু থেকেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে এই পূর্বাভাস সমন্বয় করা হয়েছে।

আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি সম্প্রতি চীনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স ও উদীয়মান শিল্পখাতে শক্তিশালী বিনিয়োগের প্রবণতাই এই বৃদ্ধির মূল কারণ।

জেপি মরগ্যান চেজ, এইচএসবিসি, গোল্ডম্যান স্যাকস এবং নোমুরার মতো অন্যান্য বৃহৎ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোও চীন নিয়ে তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নীতিগত সহায়তা, বাজারের গতিশীলতা ও শিল্পখাতের রূপান্তরের ফলে চীনের অর্থনীতি বিভিন্ন খাতে দৃঢ় সম্ভাবনা দেখাচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৃহত্তর চীন ও উত্তর এশিয়ার প্রধান অর্থনীতিবিদ তিং শুয়াং বলেন, ‘ভোক্তাদের আস্থা বাড়াতে সরকার পুরাতন পণ্য বদলে নতুন কেনার কর্মসূচির বিস্তৃতি, পেনশন সুবিধা বৃদ্ধি ও শহর-গ্রামের বাসিন্দাদের জন্য চিকিৎসা ভর্তুকি বাড়ানোর মতো নীতিগুলো কার্যকর করছে।’

গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা চীনের জিডিপি প্রবৃদ্ধিতে বছরে ০.২ থেকে ০.৩ শতাংশ পয়েন্ট অবদান রাখতে পারে। এইচএসবিসি বলছে, চীনের অনুকূল নীতিগুলো প্রযুক্তিগত উদ্ভাবনকে শক্তিশালী সহায়তা দিচ্ছে এবং কর্পোরেট আস্থা ব্যাপকভাবে বাড়াচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *