
চীনের মূল ভূখণ্ডে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩০ হাজার ১৪টি নতুন বিদেশি বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা আগের বছরের তুলনায় ১১.৭ শতাংশ বেশি। মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
একই সময়ে চীনে প্রকৃত ব্যবহৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) ছিল ৪২৩.২৩ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ১৫.২ শতাংশ কম।
এই সময়ের মধ্যে উৎপাদন খাতে বিনিয়োগ আসে ১০৯.০৬ বিলিয়ন ইউয়ান এবং সেবা খাতে ৩০৫.৮৭ বিলিয়ন ইউয়ান। উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ দাঁড়ায় ১২৭.৮৭ বিলিয়ন ইউয়ান।
ই-কমার্স সেবা, ওষুধ, মহাকাশ ও চিকিৎসা যন্ত্র উৎপাদন খাতে বিনিয়োগে উল্লিখিত হারে প্রবৃদ্ধি দেখা গেছে। আসিয়ানসহ জাপান, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য থেকে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সূত্র: সিএমজি