
কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখবে চীন এবং দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঐকমত্য সংহত করতে গঠনমূলক ভূমিকা পালন করবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাম্প্রতিক কম্বোডিয়া-থাইল্যান্ড উত্তেজনার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন বলেন, ‘চীন দুই দেশের সদিচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে উত্তেজনা প্রশমনে, আস্থা গড়ে তুলতে এবং পুনর্মিলনের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত।’
২৮ জুলাই কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ও পরবর্তী যুদ্ধবিরতি চুক্তিকে ‘উল্লেখযোগ্য অগ্রগত’ হিসেবে অভিহিত করে মুখপাত্র বলেন, ‘চীন এই ফলাফলের প্রশংসা ও স্বাগত জানায়।’
তিনি মালয়েশিয়ার এশিয়ান চেয়ারম্যান হিসেবে মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ‘চীন আশা করে, মালয়েশিয়া এশিয়ান নীতিমালার ভিত্তিতে রাজনৈতিক সমাধানের প্রচেষ্টায় নেতৃত্ব অব্যাহত রাখবে।’
সূত্র: সিএমজি